ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ 

সাবেক এমপি মাজহারুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৪

শেয়ার

সাবেক এমপি মাজহারুল ইসলাম গ্রেফতার

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেফতার হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-১। র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এদিকে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আজ বিকেলে সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

novelonlite28
umchltd