রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আল-আমিন হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মো. সাইফুল ইসলামের আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের সমর্থকরা এলোপাতাড়ি হামলা ও গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন।
এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হুকুমের ৪ নম্বর আসামি করা হয়।
আরও পড়ুন: