ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ 

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত বরাদ্দ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ২০ অক্টোবর ২০২৪

শেয়ার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত বরাদ্দ নেই

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে অর্থ দেয়া হচ্ছে তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উন্নত দেশগুলো টাকার যোগান দিলে সংকট থেকে কিছুটা উত্তরণ ঘটলেও জলবায়ুুর ন্যায়বিচার হবে না।

আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে এক আলোচনা সভায় এ কথা বলন তিনি। সভায় আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশ কোন কোন বিষয় নিয়ে কথা বলবে সে বিষয়ে আলোচনা হয়।

পবিবেশ উপদেষ্টা বলেন, কার্বন নি:সরণ ১ দশমিক ৫ ডিগ্রীর মধ্যে রাখতে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকবে। অভিযোজন অর্থের ওপরও জোড় দেয়া হবে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন কনফারেন্স অব পার্টিজে (কোপ) এর ক্ষতিকর প্রভাব নিয়ে ডকুমেন্টারি দেখানো হবে। এ সময় প্রতিটি বিপর্যয়ে নারীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পুরোটা তুলে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলনে এর পরিবর্তনের প্রভাব মোকাবেলার চ্যালেঞ্জগুলো অন্য দেশগুলোকে স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে রিজওয়ানা হাসান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য হাসিলে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। তাই এই সমস্যা সমাধানে তাদেরকেই এগিয়ে আসতে হবে।

novelonlite28
umchltd