ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ 

দীপ্ত টিভির তামিম হত্যা: দুই আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ৩ নভেম্বর ২০২৪

শেয়ার

দীপ্ত টিভির তামিম হত্যা: দুই আসামির জামিন নামঞ্জুর

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ নভেম্বর) ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. কুরবান আলী ও মো. আব্দুল লতিফ।

এদিন আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে এ মামলায় গ্রেফতার ছয় আসামিকে ১৬ অক্টোবর কারাগারে পাঠান আদালত। ওইদিন আসামি মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেল আদালতে দায় স্বীকার জবানবন্দি দেন।

এর আগে, ১০ অক্টোবর সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের বাসায় ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়।

জানা যায়, প্লেসান্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির সঙ্গে তামিমদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে তাদের বাড়িতে ঢুকে পড়ে ২০-২৫ জন সন্ত্রাসী। বাগবিতণ্ডার একপর্যায়ে ওই সন্ত্রাসীরা তামিমকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

novelonlite28
umchltd