বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে এবং সরকারের সমালোচনায় গত ১৩ জুলাই ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন আন্দোলনের সমন্বয়কারীসহ বহু প্রতিবাদী জনগণ। সোমবার (১১ নভেম্বর) আবারও প্রোফাইল লাল করে অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা দিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
দুটি পৃথক পোস্টে তিনি লিখেছেন, ‘যুদ্ধ শেষ হয়নি।’ অন্য পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না। আমরা হাসিনারেই থোড়াই কেয়ার করেছি, উৎখাত করেছি। আপনেরা কোন হনু!’
সম্প্রতি আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামে তাওহিদী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এমন একটি প্রতিবাদ সমাবেশ পুলিশ ছত্রভঙ্গ করে এবং সেখান থেকে শিবলী নোমান, ওসামা, মবিন, তাওকীরসহ পাঁচজনকে আটক করে।
চট্টগ্রামের সমাবেশ থেকে আটকের ঘটনায় ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে সতর্ক করে দেন। সোমবার রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদসভা থেকে কয়েকজনকে আটক করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি।’
প্রোফাইল লাল করার পর ক্যাপশনে তিনি লেখেন, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪শে জুলাই, ২০২৪।’
উল্লেখ্য, গত ১৩ জুলাই, শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে আন্দোলনের সময় নিহতদের স্মরণে শোক দিবস পালনের ঘোষণা দেয় সরকার। প্রতিবাদ হিসেবে ওই দিন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আহ্বানে সাড়া দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। অনেকে প্রোফাইল পিকচার লাল করে সংহতি প্রকাশ করেন।
আরও পড়ুন: