ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ২২ নভেম্বর ২০২৪

শেয়ার

নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন হাসান আরিফ

অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 হাসান আরিফ বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে কমিশন গঠন হয়েছে। এবার ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে সরকার।

এ উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ। তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’
 
এ সময় আন্তর্জাতিক পর্যটকরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ জানিয়ে তিনি বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। পর্যটন বৃদ্ধিতে সব ধরণের সহায়তা করা হবে। বিদেশি পর্যটন আসতে কোনো নিরাপত্তার সমস্যা নেই।’

novelonlite28
umchltd