ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ 

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ২৬ নভেম্বর ২০২৪

শেয়ার

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৭

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

নতুন মৃত্যুদের নাম বাকশিমুল গ্রামের আলী আহমদ ও হোসনে আরা। নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

novelonlite28
umchltd