ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ 

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ৭ ডিসেম্বর ২০২৪

শেয়ার

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

দিনাজপুরে ক্রমেই কমছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল হাওয়া। সেইসঙ্গে পড়ছে ঘন কুয়াশা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় উত্তরের এই জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুর জেলায় বাতাসের আদ্রতা ৯৩ ডিগ্রি। বাতাসের গতিবেগ ঘণ্টায় এক কিলোমিটার।
 
তাপমাত্রা কম ও হিমেল বাতাসের প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া মানুষের বাড়ছে দুর্ভোগ। তারা ঠিকমত কাজে যেতে পারছেন না। ফলে উপার্জনে ভাটা পড়তে শুরু করেছে। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, হিমালয়ের পাদদেশে এই জেলার অবস্থান হওয়ায় আগেভাগে শীত অনুভূত হয়। দিন দিন এর প্রকোপ বাড়বে। ধীরে ধীরে তাপমাত্রা আরও  কমবে। সেইসঙ্গে ডিসেম্বরের শেষে এবং জানুয়ারি মাসের শুরু থেকেই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

novelonlite28
umchltd