ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ 

পিলখানা হত্যাকাণ্ড: কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ১৫ ডিসেম্বর ২০২৪

শেয়ার

পিলখানা হত্যাকাণ্ড: কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তবর্তীকালীন সরকার।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃতদন্তদের দাবি ওঠে।

নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে পিলখানায় শহীদ সেনা সদস্যের পরিবার ও দণ্ড হওয়া বিডিআর সদস্যের পরিবাররাও পুনঃতদন্তের দাবি জানিয়েছে আসছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও পুনঃতদন্ত হবে বলে জানিয়েছিলেন।

তবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকোর্ট জানানো হয়, পিলখানার ঘটনায় দুটি মামলা বিচারাধীন থাকায় এ নিয়ে নতুন করে কমিটি গঠন করা হলে বিচারাধীন মামলার সঙ্গে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হতাশ রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।
  
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুইদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদরদফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

novelonlite28
umchltd