ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ 

‘ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক নাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ২৭ ডিসেম্বর ২০২৪

শেয়ার

‘ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক নাই’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক নেই। আমাদের খারাপ সম্পর্ক মোদি সরকারের সাথে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর শেরেবাংলা সড়কে তার নিজ বাসভবন সুরাইয়া ভিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, নেহেরুর আমল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মধ্যে ভালো সম্পর্ক আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মাধ্যমে তা আরও শক্তিশালী করেছিলেন। কিন্তু মোদির আমলে তার হিন্দুত্ববাদ কায়েমের জন্য সবার সঙ্গেই খারাপ সম্পর্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, ভারতের সম্পর্ক ছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সম্পর্কের অবনতি হয়েছে।

সাবেক মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর স্পেশাল ফোর্সের আদলে আমরা র‌্যাব গঠন করেছিলাম। তারা তাদের কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু বিগত সরকার গত ১৫ বছরে র‌্যাবকে কিলার বাহিনীতে পরিণত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে র‌্যাবকে পুনর্গঠন অথবা এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন তারা। দেশের মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত হবে তাতে একমত পোষণ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, অধ্যাপক গোলাম রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

novelonlite28
umchltd