ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ 

আজহারীর মাহফিল উপলক্ষ্যে চাঁদাবাজি!

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ার

আজহারীর মাহফিল উপলক্ষ্যে চাঁদাবাজি!

চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষ্যে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সংসদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনববাগঞ্জ শহরের টাউন হাইস্কুল মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন। 

হারুনুর রশিদ বলেন, আমার বাড়ির কাছে একটি তাফসির মাহফিল আগামী ২২ তারিখ অনুষ্ঠিত হবে। তাফসিরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। এক মাসব্যাপী জেলাজুড়ে প্রচার চলছে। আর এক মাসব্যাপী চাঁদাবাজিও চলছে। সমস্ত জায়গায় চাঁদাবাজি চলছে। ব্যাংক, শিল্পকারখানায় চাঁদাবাজি এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি চলছে। ওটা কি তাফসির মাহফিল হচ্ছে, আমি মিজানুর রহমান আজহারী ভাইকে অনুরোধ করবো আপনি জনগণের সামনে হিসাব দেবেন, বিভাগীয় সমাবেশ করবেন চাঁপাইবনবাগঞ্জে, কিন্তু তাফসির মাহফিলের নাম করে কেন? এই তাফসিরের সভাপতিত্বে করছে জামায়াতের (জেলা) আমির আবু জার গিফারী আর প্রধান অতিথি কে? নুরুল ইসলাম বুলবুল। তাহলে এটা তাফসির নাকি জামায়াতের তাফসির। তাই এই সমস্ত বিষয়ে জনগণ অত্যন্ত সজাগ আছে।

তাফসির মাহফিল নিয়ে তিনি আরও বলেন, জামায়াতের মৌলভীদের দেখছি বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নাম করে দলীয় সভা করে বেড়াচ্ছে। এটা মুনাফেকি এবং জনগনের সঙ্গে প্রতারণা। আপনি তাফসির করবেন কোরআন-হাদিসের আলোকে আলোচনা করবেন কিন্তু তাফসির করতে গিয়ে জনগণকে হাত তুলাচ্ছেন আর বলছেন ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন। যখন তারা হাত তুলছে তখন আবার বলছেন কারা কারা বুলবুলের পক্ষে আছেন? তাফসিরে বসে এই ধরনের আলোচনা এক প্রকারের মুনাফেকী। আবার কখনো কখনো তাফসীর মাহফিলে হারুন এমপি আবার কখনো ফখরুল ইসলামকে নিয়ে সমালোচনা করছেন। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, তাদেরকে বলবো এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন।

novelonlite28
umchltd