ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ 

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ২৫ মার্চ ২০২৫

শেয়ার

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল, নগট টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

বাসযাত্রী লিটন বলেন, আমি একজন ব্যবসায়ী। বিকেলে শুভযাত্রা বাসে করে গুলিস্তান থেকে মালামাল নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলাম। সন্ধ্যায় সাভারে পৌঁছালে সিটি সেন্টারের সামনে থেকে কয়েকজন যাত্রীবেশে বাসে ওঠে। পরে তারা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে সিএনবি এলাকায় নেমে যায়। 

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

novelonlite28
umchltd