ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ 

সেই ইমরানকে দেখতে গেলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ২৯ মার্চ ২০২৫

শেয়ার

সেই ইমরানকে দেখতে গেলেন লুৎফুজ্জামান বাবর

১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও শেখ হাসিনাকে আপা না ডাকায় ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ - এর আওতায় পরা ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইমরানকে শুক্রবার দেখতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় ইমরানের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি তার হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

জানা গেছে, নো ট্রিটমেন্ট নো রিলিজের অর্ডারে বন্ধ হয়ে যাওয়া ইমরানের চিকিৎসা শুরু হয় ৫ আগষ্টের পর তারেক রহমানের তত্ত্বাবধানে। ইমরানকে সুস্থ করে তুলতে এখন পর্যন্ত ২৪টি অপারেশন করা হয়েছে।

জুলাই আন্দোলনে আহত ইমরান বলেন, শেখ হাসিনা আমাকে বলে আমাকে আপা বলে সম্বোধন করো। আমি বলি আপনি আমাকে পায়ে গুলি করিয়েছেন, আপনাকে কী করে আপা ডাকি? এ কারণে সে আমাকে নো রিলিজ, নো ট্রিটমেন্ট দিয়ে যায়।

novelonlite28
umchltd