
বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রিজভী আহমেদকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান কবিরাজ, বর্তমান প্রধান শিক্ষক এফ এম এ সালাম ও সাবেক শিক্ষার্থী সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম আকতার জাকির।
নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করবে। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংগঠন বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কমিটি তাদের অর্পিত দায়িত্ব হিসেবে শিগগিরই গঠনতন্ত্র প্রণয়ন, নবীন-প্রবীন সদস্য সংগ্রহ এবং বার্ষিক সাধারণ সভার আয়োজন করবে বলে প্রত্যয় ব্যক্ত করে।
আরও পড়ুন: