
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার বিকালে উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে দুই শতাধিক লোকের সংঘবদ্ধ একটি দল মুজিবুল হকের বাড়িতে এ হামলা চালায়। এ সময় তারা তিন তলা ভবনের নীচতলায় ও দোতলায় ভাঙচুর চালায় এবং ভবনে লুটপাট শেষে নীচতলার দরজা-জানালা ভাঙচুর করে রক্ষিত মালামালে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও মুজিবুল হকের ভাই ও ভাতিজাদের বেশ কয়েকটি ঘরেও একইভাবে লুটপাটসহ ভাঙচুর করা হয়।
মুজিবুল হকের ভাতিজা তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, স্থানীয় দুই শতাধিক লোক লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। তারা আমার চাচা মুজিবুল হকের ভবনসহ বাড়ির বেশ কয়েকটি ঘরে ভাঙচুর ও লুটপাট করে আগুন দিয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান জানান, মুজিবুল হকের ভাতিজা আহসান উল্লাহ ও তার সহযোগীরা শনিবার দুপুরের দিকে পাশের গ্রামের বাসিন্দা জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। মুজিবুল হকের ভাতিজাসহ আওয়ামী লীগের একটি সিন্ডিকেট রনির ওপর হামলা করে। এর জেরে রনির সমর্থকেরা হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এখানে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। এটি স্থানীয় একটি বিরোধ।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের লোকজনও আসে। এর আগে আগুন নিভিয়ে ফেলা হয় এবং হামলাকারীরা চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: