ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ 

চুনারুঘাট তাঁতী লীগ সভাপতির প্রাইভেটকারে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ৫ নভেম্বর ২০২৩

শেয়ার

চুনারুঘাট তাঁতী লীগ সভাপতির প্রাইভেটকারে আগুন

বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার হবিগঞ্জের চুনারুঘাট তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েকজন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভান।

প্রাইভেটকারের মালিক উপজেলা তাঁতী লীগের সভাপতি করিব মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রোল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে চুনারুঘাট থানা পুলিশের ওসি রাশেদুল হক বলেন, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত না করে বলা যাচ্ছে না। অভিযোগ পাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা দমনে পুলিশ  মাঠে রয়েছে।

novelonlite28
umchltd