কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. প্রাণ গোপাল দত্তের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। এতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হুমকি দিতে শোনা গেছে। মঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ডটি ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
কল রেকর্ডটিতে এক প্রান্তে এমপি প্রাণ গোপাল অপর প্রান্তে উপজেলার মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলামের কণ্ঠ শোনা যায়। কল রেকর্ডটিকে কেউ ভিডিও আকারে বানিয়ে ফেসবুকে পোস্ট করলে ধীরে ধীরে তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
১ মিনিট ৩১ সেকেন্ডের ওই কল রেকর্ডে এমপি প্রাণ গোপাল দত্তকে বলতে শোনা যায়, ‘মফিজ তুমি টিটুর কী মিছিল বের করতেছো মহিচাইল বাজারে? তখন আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম উত্তরে বলেন- ‘টিটুর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিছিল বের করতাছি।’ এমপি প্রাণ গোপাল আবার বলেন- ‘মিছিলে টিটুর নাম উচ্চারিত হয়, একবারও যাতে না শুনি। টিটুর নামে যদি কোনো স্লোগান হয়, তাহলে এটার জবাব আমি তোমার কাছ থেকে নিবো। এটা আমার শেষ কথা।’
তখন মফিজুল ইসলাম বলেন- ‘স্যার, আমার অপরাধ কী?’ তখন এমপি প্রাণ গোপাল আবার বলেন- ‘তুমি টিটুর নামে কেন স্লোগান দিবা? তখন মফিজুল ইসলাম বলেন- ‘টিটু তো আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি এবং আপনি আওয়ামী লীগ করেন। আপনি তো আমারে একসেপ্ট (গ্রহণ) করেননি। আমি এখনো দলেই আছি। আমার অপরাধটা কী?’ তখন এমপি প্রাণ গোপাল ক্ষিপ্ত হয়ে বলেন- ‘অপরাধটা টের পাইবি, টের পাইবি, আমি আসতাছি কিছুক্ষণ পরেই।’এই বলে ফোন কেটে দেন এমপি প্রাণ গোপাল দত্ত।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, চান্দিনার সাবেক সংসদ সদস্য প্রয়াত আলী আশরাফের ছেলে, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সমর্থনকারীরা মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে মহিচাইল বাজারে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল করার কর্মসূচি দেন। এতে ক্ষিপ্ত হন এমপি প্রাণ গোপাল দত্ত। সাথে সাথেই মিছিলের আয়োজক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মফিজুল ইসলামকে শাসান তিনি।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম বলেন, আমরা আওয়ামী লীগ করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তি মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মুনতাকিম আশরাফ টিটু উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার কথা শোনাটা কী অন্যায়? বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করাটা কী অন্যায়? এমপি মহোদয় আমাকে যা ইচ্ছে তাই বললেন, হুমকি দিলেন।
এ বিষয়ে জানতে এমপি প্রাণ গোপাল দত্তের ব্যক্তিগত মোবাইল নম্বরে বেশ কয়েকবার ফোন করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এমপি প্রাণ গোপাল দত্তের ব্যক্তিগত সহকারী সমীর চন্দ্র বলেন, এ বিষয়টি তেমন জানি না আমি। তবে বিষয়টি একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এলাকা থেকে। আমি স্যারকে জিজ্ঞেস করেছি। স্যার আমাকে বললেন, ‘আমি এমন কারও সাথে কথা বলিনি। এখন তো এমন, সবকিছু এডিট-টেডিট করা যায়।’
আরও পড়ুন: