ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ 

ছাত্রদলের দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ১৫ নভেম্বর ২০২৩

শেয়ার

ছাত্রদলের দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি ও সরকারি হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার স্ব-রোডের ময়ফুল মঞ্জিলের তিন তলা থেকে তুলে নিয়ে যাওয়া হয় রনিকে। একই এলাকার অপর একটি বাসা থেকে তুলে নেওয়া হয় আহাদকে।

রেজাউল করিম রনির মা রাশিদা জাহান বলেন, রনি আমার বাসায় থাকে না। সে তার আন্টির বাসায় থাকতো। ভোর ৪টার দিকে তাকে তুলে নিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ করেছি। কেউ স্বীকার করছে না তাকে নিয়েছে। আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি।

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থানায় যাব।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল রহমান রিপন দাবি করেন, রনিকে তুলে নেওয়ার সময় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্য সাচিব আহাদ হোসেন আবিরকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নগরীর দপ্তর খানা থেকে তুলে নেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার বলেন, এই নামে কেউ ডিবির হেফাজতে নেই।

novelonlite28
umchltd