‘মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক, কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখব। আমরা ওপেন ভোট দেব। সেই জায়গায় আপনারা শুধু সহযোগিতা করবেন আমাদের।’
গত রোববার (১৭ ডিসেম্বর) রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু এসব কথা বলেন। তার এই বক্তব্যের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।
ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী এই নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের পক্ষে কাজ করছেন। এ নিয়ে ক্ষুব্ধ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু। তিনি কাজ করছেন নৌকার প্রার্থী মকবুল হোসেনের পক্ষে।
রোববার রাতে উপজেলার মল্লিকচক গ্রামে নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভায় নুর ইসলাম মিন্টু তার ক্ষোভের বহিঃপ্রকাশ করেন। সভা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুর ইসলাম মিন্টুর আইডি থেকে তার বক্তব্য লাইভ করা হয়।
আরও পড়ুন: