ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ 

মুন্সিগঞ্জে ২৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৯, ২৬ জানুয়ারি ২০২৪

শেয়ার

মুন্সিগঞ্জে ২৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জ সদরের ব্যস্ততম সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপদ বিভাগ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা অংশ নেয়।

নাজমুল হুদা জানান, মুন্সিগঞ্জ সদরে যেসব স্থানে অবৈধ স্থাপনা রয়েছে সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চৌরস্তা এলাকায় সড়ক ও জনপদ, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল। যথাযথ আইন মেনে এগুলো উচ্ছেদ করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফুটপাতের এসব দোকানে স্থানীয় দুটি পক্ষের চাঁদাবাজি করত, সেই চাঁদাবাজির মূল উৎপাটন করা হলো। যারা চাঁদবাজি করে তাদের এখানে ঠাঁই নাই বলে হুঁশিয়ারি দেন পুলিশের এই কমকর্তা।

novelonlite28
umchltd