নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট নয়াপাড়া এলাকায় গ্যাসের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ দম্পতি মারা গেছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রংপুরের তারাগঞ্জ থানার ইছামত মেনানগর এলাকার শামীম ইসলাম (২৪) ও তার স্ত্রী জাহানারা বেগম (২২)। তারা রূপগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার রাতেই পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৩টার দিকে কারখানা শ্রমিক শামীমের স্ত্রী জাহানারা বেগম রান্নাঘরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে জাহানারা ও শামীম দগ্ধ হন। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ দম্পতিকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
আরও পড়ুন: