ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ 

পঞ্চগড়ে ফাগুনেও ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ার

পঞ্চগড়ে ফাগুনেও ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

পঞ্চগড়ে ফাগুনেও মাঘের শীত নেমেছে। ভোরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার থেকে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর হঠাৎ করে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। ভোরের সূর্য দেখা গেলেও হিমশীতল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ আবার তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসায় শীত বেড়েছে। সোমবার রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

novelonlite28
umchltd