ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

সাবেক এমপির বাড়িতে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১০ মার্চ ২০২৪

শেয়ার

সাবেক এমপির বাড়িতে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় দুইজন যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরের দিকে ঈশ্বরদী শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগ সদস্য সাইদুর রহমান (৪০) ও যুবলীগকর্মী রানা (৩৭)। রোববার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হাসান বাসীর। 

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের দাবি তাকে ও তার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনার পর থেকে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ছেলে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস বলেন, রাত পৌনে ৯টার দিকে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল মুখ বেঁধে মোটরসাইকেলযোগে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির ফটকে থাকা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। 

শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হাসান বাসীর বলেন, হামলাকারীদের চারজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ১৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া সাবেক এমপির বাড়িতে নিরাপত্তা প্রদানে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

 

novelonlite28
umchltd