ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ 

বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ১০ মার্চ ২০২৪

শেয়ার

বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজে অগ্নিকাণ্ড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

তিনি বলেন, ‘ওয়্যার হাউজের পাশে রাখা শুকনো ঘাসে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের চার স্থানে একযোগে আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে সদরঘাট এলাকায় রেলের বগিতে দেওয়া আগুনে পুড়ে যায় দুটি বগি। এছাড়া নগরের ওয়াসা এলাকার ম্যাক্স গ্রুপের সাইটে লাগা আগুনে পুড়ে যায় সাইটের একাংশ।

ওইদিন রাতে নগরের চকবাজার থানার বালি আর্কেড শপিংমলে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এছাড়া রাহাত্তারপুল এলাকায় একটি এটিএম বুথেও আগুন লাগার খবর পাওয়া যায়।


 

novelonlite28
umchltd