ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ 

ঠাকুরগাঁও‌য়ে ১১ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ মার্চ ২০২৪

শেয়ার

ঠাকুরগাঁও‌য়ে ১১ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার

ঠাকুরগাঁও‌য়ে  ‘দিলখুশ’ না‌মে এক‌টি নতুন মাদকসহ প্রায় ১১ লাখ টাকা মূ‌ল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে ঠাকুরগাঁওয়ের পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এসব তথ‌্য জানান।

পু‌লিশ সুপার ব‌লেন,‌ রোববার দিবাগত রা‌ত ১টার দি‌কে বা‌লিয়াডাঙ্গী থানা পু‌লিশ পা‌ড়িয়া  নিটল ডোবা  এলাকায় ‌অভিযান প‌রিচালনা  ক‌রে। এ সময় ওই গ্রা‌মের রা‌বিনুর  রহমান (৪০) না‌মে  এক ব‌্যক্তির বা‌ড়িতে তল্লা‌শি ক‌রে বিপুল প‌রিমাণ ভারতীয় ম‌াদক জব্দ করা হয়। এ সব মাদকের মধ্যে রয়েছে এ্যাম্পুল ইনজেকশন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দিলখুশ ট্যাবলেট, নিউরোবিওন ইনজেকশন ও ডেক্স মেথাসন ট্যাবলেট। এসবের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেপ্তার রা‌বিনুর  রহমানসহ তার সহ‌যো‌গীরা মি‌লে ভারত থে‌কে চোরাইপ‌থে এ মাদকগু‌লো বি‌ক্রির জন‌্য দে‌শে নি‌য়ে  আসে। এর মধ্যে ভারত দি‌য়ে চোরাই প‌থে  আসা দিলখুশ না‌মে নতুন মাদক‌টি জেলায় এই প্রথম পু‌লি‌শের হা‌তে জব্দ হয়েছে। গ্রেপ্তার ব‌্যক্তির কা‌ছে ম‌াদক ছাড়াও মাদক বি‌ক্রির ভারতীয় রু‌পি ও বাংলা‌দে‌শি টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

novelonlite28
umchltd