ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ 

মাংস বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ২ এপ্রিল ২০২৪

শেয়ার

মাংস বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে কম দামে গরুর মাংস বিক্রির কথা বলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত একজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুবো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২ এপ্রিল) পিবিআইয়ের চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. শাহাজাহান (৪০)। তিনি হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মৃত আবদুল মোনাফের ছেলে।

পুলিশ জানায়, গরুর মাংস বিক্রির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে শাহজাহান ১ কোটি ৪৪ লাখ ২৩ হাজার টাকা আত্মসাৎ করে।

পিবিআইয়ের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, রাফিউল হাসনাত নামে এক ব্যবসায়ীর কাছ থেকে মাংস বিক্রির কথা বলে ১৪ লাখ ৫০ হাজার টাকা নেন শাহজাহান। টাকা নেওয়ার পর থেকে শাহজাহান তার মোবাইল বন্ধ করে রাখে। এরপর ভুক্তভোগী রাফিউলের অভিযোগ পাওয়ার পর কাজ শুরু করি আমরা।

তিনি বলেন, সোমবার (১ এপ্রিল) তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শাহজাহানকে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে শাহজাহান বিভিন্ন জনের কাছ থেকে মোট ১ কোটি ৪৪ লাখ ২৩ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে।

novelonlite28
umchltd