ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ 

চাঁপাইনবাবগঞ্জে পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ০০:৪৬, ২০ এপ্রিল ২০২৪

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভোলামোড় এলাকায় একটি পানি ওঠানোর জন্য বসানো মর্টারের পাইপ দিয়ে পানির পরিবর্তে উঠছে এক ধরনের তরল। আর ওই তরল অনেকটায় গন্ধে ডিজেলের মতো হওয়ায় সৃষ্টি হয়েছে কৌতূহলের।

বাড়ির মালিক আব্দুল আওয়াল জানান, তিন বছর আগে পানি খাওয়ার জন্য মর্টারটি বসানো হয়। এটি উপজেলা পরিষদ থেকেই বসানো হয়েছিল। কয়েকমাস থেকে মর্টারটি দিয়ে পানি না ওঠায় বুধবার সকালে মিস্ত্রি এনে পানি না ওঠার কারণ খোঁজা হচ্ছিল। মিস্ত্রি কাজ করার সময় মর্টারের পাইপ দিয়ে মাটির নিচ থেকে পানির পরিবর্তে তেলের মতো উঠে আসে। পরে দেখে মনে হয়েছে ডিজেলের মতো। বিষয়টি আমরা উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি, যাতে তারা এটি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেন।

নাচোল উপজেলার স্থানীয় সংবাদকর্মী মনিরুল ইসলাম জানান, ফেসবুকে ঘটনাটি দেখার পর তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় মর্টারের পাইপ দিয়ে উঠে আসা তরলে তিনি কাগজ চুবিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় আগুন ধরে যায়। পানি হলে তো আগুন ধরত না।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার জানান, তিনিও বিষয়টি ফেসবুকে দেখেছেন। এ বিষয়ে তিনি খোঁজখবর নেবেন বলেও জানান।

novelonlite28
umchltd