ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ 

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ এপ্রিল ২০২৪

শেয়ার

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় মহানগরের তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে আগুনের এ ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ১টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মজুদ করা বিভিন্ন ধরনের তুলা, ঝুট মালামাল, বিভিন্ন ধরনের মেশিনারীজ পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
 

novelonlite28
umchltd