ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ 

‘ভোটদানে বাধা দিলেই ৭ বছরের জেল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২১, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ার

‘ভোটদানে বাধা দিলেই ৭ বছরের জেল’

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। ভোটারদের ভোটদানে বাঁধা দিলে এবং সাংবাদিকদের কাজে বাধা দিলেই দুই থেকে সাত বছরের জেল হবে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

প্রথম ধাপে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই কমিশন যত দিন আছে, যত বছর আছে একটা ষ্ট্যানডিং অর্ডার দিয়ে দিয়েছি আমরা। সব সময়, সব ব্যালট সকালেই যাবে। আর রাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আগেরদিন যাওয়ারও কোন সুযোগ নাই। তবে দূর্গম এলাকা ও চর অঞ্চলে গুলোতে ব্যালট আগের দিন যাবে।

নির্বাচন কমিশন চায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরপেক্ষতা ও ঐকান্তিকতার সঙ্গে যার যার দায়িত্ব আইনসঙ্গতভাবে পালন করবেন। আমাদের সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন উপজেলা পরিষদ নির্বাচন।

novelonlite28
umchltd