ঢাকা রোববার, ০৬ এপ্রিল ২০২৫ 

গ্যাসের চুলা থেকে আগুনে পুড়ল বসতঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৩, ২ মে ২০২৪

শেয়ার

গ্যাসের চুলা থেকে আগুনে পুড়ল বসতঘর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গ্যসের চুলা থেকে সৃষ্ট আগুনে ৭টি পরিবারের ৩টি সেমিপাকা এবং ৪টি বেড়ার ঘর পুড়ে গেছে। বুধবার (১ মে) উপজেলার রোসাংগিরি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিল্লা মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

novelonlite28

অগ্নিকাণ্ডে মো. আলি আকবর, মো. জমির, মোহরম আলী, মোহাম্মদ আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার এবং মঞ্জুরা খাতুনের বসতঘর পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

umchltd

এর আগেই ৭ পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।