ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ 

একদিনের রিমান্ডে চেয়ারম্যান মনিরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ১২ মে ২০২৪

শেয়ার

একদিনের রিমান্ডে চেয়ারম্যান মনিরুল

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্রে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি হোসেন্দি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল হক মিঠুকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার (১২ মে) দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম। এ সময় শুনানি শেষে এক দিনের রিমান্ডের আদেশ দেন গজারিয়ার আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার।

শনিবার রাত ৯টার দিকে ঢাকার শাহজাহানপুরের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন।

তিনি জানান, আসামি মিঠুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত ৮ মে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় মিঠুকে প্রধান আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গজারিয়া থানায়।

novelonlite28
umchltd