ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ 

বরিশালে বিধ্বস্ত ৩ হাজার ঘরবাড়ি, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ২৮ মে ২০২৪

শেয়ার

বরিশালে বিধ্বস্ত ৩ হাজার ঘরবাড়ি, মৃত্যু ৩

বরিশালে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্রায় ৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার (২৮ মে) বরিশাল জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, বরিশাল জেলায় ২৫৫টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ২ হাজার ৬৮৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরীতে গাছচাপা ও দেয়ালধসে ২ জন এবং মেহেন্দীগঞ্জে সাপের কামড়ে ১ শিশু মৃত্যু হয়। মৃত প্রত্যেকের পরিবারের কাছে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া জেলার ৫৪১টি আশ্রয় কেন্দ্রে ২৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে, নগরীসহ জেলার অধিকাংশ জায়গা ঝড় পরবর্তী জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য সম্পদের।

রোববার (২৬ মে) বিকেল থেকে জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্টরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম দেশ টিভিকে বলেন, ঘূর্ণিঝড় রিমাল আমাদের অপূরণীয় ক্ষতি সাধন করেছে। তবে বরিশালের মানুষ সংগ্রামী জীবন যাপনে অভ্যস্থ। তারা আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে। সরকার তাদের পাশে আছে।

novelonlite28
umchltd