ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ 

সিলেটে টিলাধস, বাবা-মা ও সন্তানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ১০ জুন ২০২৪

শেয়ার

সিলেটে টিলাধস, বাবা-মা ও সন্তানের লাশ উদ্ধার

সিলেট নগরীতে টিলাধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬টার দিকে সিলেট নগরীর মেজরটিলা চামেলীবাগ এলাকায় ধসের ঘটনা ঘটে।

novelonlite28

এই তিনজন হলেন- চামেলীবাগ এলাকার আগা করিম উদ্দিন (৩৪), তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) ও দুই বছরের শিশু তানিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

umchltd

তিনি বলেন, চামেলীভাগ এলাকায় টিলাধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে এক ভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তানকে দুপুরের দিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।