ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

নাফ নদীতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত, আহত দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ৮ জুলাই ২০২৪

শেয়ার

নাফ নদীতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত, আহত দুই

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া আরও ২ জন রোহিঙ্গা আহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) নাফ নদীর মিয়ানমার অংশের লালদিয়াচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রোহিঙ্গার নাম জুবাইর। তিনি টেকনাফ জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন- জাবের হোসাইন ও আব্দুস শুক্কুর। তারা টেকনাফ লেদা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাফ নদীতে ৩ জন পুরাতন রোহিঙ্গা মাছ ধরতে গিয়েছিল। সেখানে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটলে ৩ জন গুরুতর আহত হয়। আহতরা ক্যাম্পে চলে গেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে আব্দুস শুক্কুর এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ক্যাম্পে ফিরে যায়। আরেকজন জাবের হোসাইনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এর আগে টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাঈন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ নামের এক মিয়ানমারের নাগরিক নিহত হয়। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

novelonlite28
umchltd