ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

পাঁচজনের পর উদ্ধার হলো ট্রেনে কাটা আরো এক লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ৮ জুলাই ২০২৪

শেয়ার

পাঁচজনের পর উদ্ধার হলো ট্রেনে কাটা আরো এক লাশ

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আরো এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। রবিবার (৮ জুলাই) বেলা ১১ টা ৫০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে রবিবার ভোরে উপজেলার কমলপুরে ট্রেন কাঁটা পড়ে আরো পাঁচজনের মৃত্যু হয়।

এনিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক মো. শহিদুল্লাহ। তবে কেন তারা কাটা পড়লেন বা পেছনের কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেললাইনের ওপর উঠে শুয়ে পড়েন।

ওই সময় ঢাকা আগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়ায় নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছেন নরসিংদী রেলওয়ে পুলিশের সদস্যরা।

এদিকে একই দিন ভোরে উপজেলার কমলপুরে চিটাগাং মেইলের নিচে কাটা পরে অজ্ঞাতপরিচয়ের পাঁচজন নিহত হয়।

তাদের বয়স ১৮ থেকে ২৫ বছর। পৃথক দুটি দুর্ঘটনায় এনিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

novelonlite28
umchltd