ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ 

‘আকবর’ আর ‘সীতা’র নাম বদলের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ার

‘আকবর’ আর ‘সীতা’র নাম বদলের নির্দেশ আদালতের

পশ্চিমবেঙ্গর একটি সাফারি পার্কে সিংহ ও সিহীর নাম নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠার পর নাম পাল্টানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। খবর বিবিসির।

সিংহটির নাম আকবর, সিংহীর নাম সীতা। এই সিংহ ও সিংহীকে ত্রিপুরা থেকে এনে শিলিগুড়ির উপকন্ঠে ‘বেঙ্গল সাফারি’-তে রাখা হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদ বলেছিল যে এতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। এনিয়ে তারাই জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে।

জনস্বার্থ মামলা নিয়ে আদালতের রায়ের পর বিবিসির উমঙ্গ পোদ্দার কথা বলেছেন জনস্বার্থ মামলা নিয়ে একটি বইয়ের লেখক এবং সংবিধান বিশেষজ্ঞ অনুজ ভুওয়ানিয়ার সঙ্গে।

ভুওয়ানিয়া বলেন, ‌‌‘এ ক্ষেত্রে কোনও অধিকার লঙ্ঘিত হয়নি বা এই সংক্রান্ত কোনও আইনও নেই। তা সত্ত্বেও রিট পিটিশন দাখিল করা হয়েছিল। আদালত কী এটা অনুভব করতে পারল না যে এরকম একটা মামলায় আইনি হস্তক্ষেপের প্রয়োজন আছে কী না।’

তিনি বলেছেন যে আদালতের উচিত ছিল আবেদনটি খারিজ করে দিয়ে জরিমানা চাপানো। অথবা মামলার আবেদনকারীকে দয়া মায়া দেখিয়ে আদালত বলতে পারত তিনি যেন মামলাটি প্রত্যাহার করে নেন।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঘনিষ্ঠ বিশ্ব হিন্দু পরিষদ জানায়, সিংহ-সিংহীর নাম নিয়ে তারা গোটা দেশ থেকেই অভিযোগ পেয়েছে। সীতা রামের পত্নী এবং হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র দেবী। কিন্তু তার নামানুসারে সিংহীর নাম দেওয়াটা ধর্মাবমাননাসূচক। এটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিরোধী দলীয় কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে হিন্দু পরিষদ বলে, সিংহ-সিংহীর নাম পরিবর্তন করা না হলে প্রতিবাদ বিক্ষোভ করা হবে।

পরিষদের মুখপাত্র বিনোদ বংশালের ভাষ্য, “সীতা ও আকবর এক সঙ্গে থাকতে পারে না।”

বিশ্ব হিন্দু পরিষদের এই দাবির মুখে নাম পাল্টানোর নির্দেশ দিল আদালত।

novelonlite28
umchltd