ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

দাম কমলো এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ৫ নভেম্বর ২০২৪

শেয়ার

দাম কমলো এলপি গ্যাসের

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম কমেছে ১ টাকা।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি জানান, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

একইসঙ্গে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। আর গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা।

উল্লেখ্য, সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের মূল্য সমন্বয় করে এই দর নির্ধারণ করা হয়।

novelonlite28
umchltd