ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ 

কোন ভাবনায় এই শাড়ি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

শেয়ার

কোন ভাবনায় এই শাড়ি

শাড়ি পরতে চেয়েছিলেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। সেই ভাবনা থেকেই তানাশ ব্র্যান্ডের ডিজাইনার তানভীরুল ইসলাম বানিয়ে দিয়েছেন ভিন্ন ধারার এই শাড়ি। ব্যাগটাও সেখান থেকে নেওয়া। ভিন্টেজ লুকের হেয়ারস্টাইল ভাবনাকে দিয়েছিল আলাদা লুক। শাড়ির আঁচল, ব্লাউজ আর কুঁচির উপস্থাপনায় ছিল ভিন্নতা। দূর থেকে দেখে গাউন মনে হচ্ছিল। কিন্তু কাছে গিয়ে জানা গেল ভাবনা ভেবেচিন্তেই বেছে নিয়েছেন ড্রেপ স্টাইলে বানানো ছাই রঙের শাড়িটি। কানে দুল ছাড়া আর কোনো অলংকার পরেননি।

novelonlite28
umchltd