টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা সিইও আয়মান সাদিক ও তরুণদের মধ্যে জনপ্রিয় ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।
একটি ফেসবুক পোস্ট ঘিরে কয়েক দিন ধরেই তরুণ প্রজন্মের এই দুই সেলিব্রিটির বিয়ে গুঞ্জন চলছিল। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের আক্দ সম্পন্ন হয়।
গণমাধ্যমের খবর অনুযায়ী, আয়মান সাদিকের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সাধারণ পায়জামা-পাঞ্জাবি পরিহিত আয়মান সাদিক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাড়ি পরিহিত মুনজেরিন শহীদের সঙ্গে আনন্দঘন ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।’
মুনজেরিন শহীদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আয়মানের সঙ্গে একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘Alhamdulillah, found my star’।
দুজনের পোস্টের নিচে ভক্ত ও বন্ধুবান্ধবেরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। এরই মধ্যে ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।
আয়মান সাদিকের জন্ম কুমিল্লা। ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষাবিষয়ক কনটেন্ট তৈরি করে। আয়মান সাদিক পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে। আর মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি মূলত ‘১০ মিনিট স্কুল’ এর জনপ্রিয় ইংরেজির শিক্ষক।
আরও পড়ুন: