ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ 

খাইবার পাখতুনখোয়ায় পোলিও টিকায় অনাগ্রহ, টিকা পায়নি কয়েক হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১৫ জুলাই ২০২৪

শেয়ার

খাইবার পাখতুনখোয়ায় পোলিও টিকায় অনাগ্রহ, টিকা পায়নি কয়েক হাজার

চলতি বছরের এখন পর্যন্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পোলিওমুক্ত থাকলেও পোলিওর টিকাদানে অভিভাবকদের অনীহায় হতাশ হচ্ছেন বিশেষজ্ঞরা। এর ফলে শিশুদের পোলিওমাইলাইটিস হতে পারে, যাতে শিশুরা শৈশবেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে।

গত এপ্রিল ও জুন মাসে প্রদেশটিতে দুটি পোলিও বিরোধী অভিযান চালানো হয়। সেসময় মানুষের অনীহার কারণে প্রায় ২১ হাজার ৪৫৯ শিশু পোলিও টিকা পায়নি। অভিভাবকরা সেসময় খুব একটা আগ্রহ দেখায়নি।

খাইবার পাখতুনখোয়ায় ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (পোলিও) প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের ক্যাম্পেইনের সময় ১১ হাজার ৭১৬ শিশু মুখে খাওয়ার টিকা নেয়নি। এ শিশুরা খাইবার, কুররাম, লাক্কি মারওয়াত, উত্তর ওয়াজিরিস্তান এবং নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ১৫টি ইউনিয়নের।

স্থানীয় লোকজনের বিভিন্ন দাবিদাওয়া যেমন,  সীমানা বিরোধ নিষ্পত্তি, প্রাকৃতিক সম্পদের রয়্যালটি, নাগরিক ক্ষতিপূরণ কর্মসূচির অধীনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চেক প্রদান, পানি সরবরাহ প্রকল্পসহ বিভিন্ন কারণে পোলিও কার্যক্রম ব্যাহত হয়।

জুন মাসের পরিস্থিতিও ভিন্ন ছিল না। সেসময় একইরকম দাবি দাওয়ার কারণে বান্নু, কুররাম এবং লাক্কি মারওয়াত জেলার তিনটি ইউনিয়ন পরিষদের ৯ হাজার ৭৪৩ শিশু টিকা পায়নি।

অভিভাবক ও কমিউনিটির প্রবীণদের দাবিদাওয়ায় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা সশস্ত্র ব্যক্তিদের সহিংসতারও শিকার হন।

novelonlite28
umchltd