ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ 

খাইবার পাখতুনখোয়ায় তিন নিরাপত্তাকর্মীসহ নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ১৫ জুলাই ২০২৪

শেয়ার

খাইবার পাখতুনখোয়ায় তিন নিরাপত্তাকর্মীসহ নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। পৃথক ঘটনায় মারা যায় আরও দুজন। হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, ছুটিতে বান্নু জেলায় নিজেদের বাড়িতে গিয়েছিলেন সেনাসদস্য আখতার আলী (৩২) ও সুলায়মান (৩৩)। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাত তাদের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। অন্যদিকে ছুটি কাটাতে বাড়ি যাওয়ার সময় ইসরার আহমেদ নামের এক কনস্টেবলকে  লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা। আততায়ীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্টও স্থাপন করেছে।

এদিকে লোয়ার ও আপার সাউথ ওয়াজিরিস্তান জেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা বলছেন, হায়দার খান মেহসুদ নামের এক ব্যক্তিকে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উচ্চ দক্ষিণ ওয়াজিরিস্তান জেলা থেকে অপহৃত হয়েছিলেন তিনি। মুসা খান আদা খেল ওয়াজির নামের আরেক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে ড্রেনে।  

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে চার সেনা সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর এসব হামলার খবর পাওয়া গেছে।  সূত্র : ডন

novelonlite28
umchltd