ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ 

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ১২ আগস্ট ২০২৪

শেয়ার

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

ভারতের বিহারের জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার রাতে ঘটনা এ ঘটনায় আহত হয়েছে আরো বহু পূর্ণার্থী। গতকাল রাতে পূজা উপলক্ষে ওই মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন এবং আচমকাই হুড়োহুড়ি শুরু হয়। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় ভিড় বেশি থাকে। শিবপুজো উপলক্ষেই অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে।

সংবাদ সংস্থা এএনআইকে জেহানাবাদের জেলাশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, ‘আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সবকিছু পর্যবেক্ষণ করছি। এটি একটি দুঃখজনক ঘটনা।’

জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেন, ‘সব ব্যবস্থা কঠোর ছিল তা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’

বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরাও। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। ঘটনার খবর পেয়ে বিহার পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও পৌঁছান। কীভাবে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর সিদ্ধেশ্বর মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে।

ভক্তদের ভিড় সামলাত বিপুল মাত্রায় পুলিশ ও অন্যান্যদের মোতায়েন করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় এসডিও জানিয়েছেন, মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। রবিবার রাতে শিবপূজা উপলক্ষেই অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে। আর সেখানেই ঘটে যায় এই দুর্ঘটনা।

সূত্র : আনন্দবাজার

novelonlite28
umchltd