ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ 

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শেয়ার

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৫

হাইতির দক্ষিণে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৪০ জন। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী গ্যারি কনিল জানিয়েছেন, হাইতির দক্ষিণ নিপ্পস অঞ্চলের মিরাগোয়ানের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তেলের ট্যাংকারটি অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে চাকা পাংচার হয়ে যায় এবং ছিদ্র হয়ে যায়। যার ফলে লিক হওয়া জ্বালানি তেল সংগ্রহ করতে ছুটে আসেন অনেক মানুষ। সে সময়ই বিস্ফোরণটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের সময় যারা ট্যাংকারের কাছাকাছি ছিল তাঁরা খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।বিস্ফোরণে কতজন নিহত হতে পারে তা সঠিকভাবে এখন-ও বলা যাচ্ছে না।

এ ঘটনায় আহতদের রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে বন্দর শহর মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

novelonlite28
umchltd