ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ 

সামরিক সম্পদের নিয়ন্ত্রণ নিতে তালেবান নেতার ফরমান জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ১০ নভেম্বর ২০২৪

শেয়ার

সামরিক সম্পদের নিয়ন্ত্রণ নিতে তালেবান নেতার ফরমান জারি

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা সম্প্রতি একটি ফরমান জারি করেছেন। যা আফগানিস্তানের সামরিক সম্পদগুলোর ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। 

এই ফরমান জারির লক্ষ্য হচ্ছে- যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া অস্ত্রের অযাচিত বণ্টন রোধ করা। এই পদক্ষেপ তালেবানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে।

এই ফরমানের মাধ্যমে কার্যত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সামরিক সম্পদের ওপর ক্ষমতা সীমিত করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় কমান্ড কাঠামোকে আরও শক্তিশালী করেছে। 

পূর্ব আফগানিস্তানে অস্ত্র চোরাচালানের ঝুঁকির কারণেই মূলত এই নির্দেশনাটি বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে।

আখুন্দজাদার এই নতুন ফরমানে অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর এবং সামরিক সম্পদগুলোর অযাচিত ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। যাতে সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা ঝুঁকি না বাড়ে। 

এই আদেশটি শুধু আখুন্দজাদার সামরিক সম্পদের ওপর নিয়ন্ত্রণকেই আরও মজবুত করেছে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তালেবান নেতৃত্বের উদ্যোগকেও তুলে ধরেছে।

আফগান সরকারের কেন্দ্রীকরণের এই প্রচেষ্টা সামরিক সম্পদের আরও কঠোর নজরদারি নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: সামা টিভি

novelonlite28
umchltd