ফিলিস্তিনের গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় সর্বশেষ আজ বুধবার (২০ নভেম্বর) ভোরেও অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে গাজায় প্রাণহানি ৪৪ হাজার ছুঁই ছুঁই। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১.৪০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, ইসরায়েলি হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৯ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ৪৩ হাজার ৯৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।
গাজার সূত্র জানায়, সর্বশেষ বুধবার ভোরে জাবালিয়ার আল বালাদ এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে অন্তত ১২ জন নিহত হয়েছে। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁই ছুঁই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এছাড়াও আর ১০ হাজারের বেশি মানুষ ইসরায়েলি বোমায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তুপের ভেতরে চাপা পড়ে আছে। তাদের লাশও উদ্ধার করা সম্ভব হয়নি।
এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকা। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে উদ্বাস্তু হয়েছেন ২০ লাখের বেশি মানুষ। খাদ্য-পানির অভাবে উপত্যকাজুড়ে দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও কলেরা।
এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫৪৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৫ হাজার ৩৬ জনের বেশি।
আরও পড়ুন: