ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ 

১২ বছর পর দামেস্কে তুর্কি দূতাবাস চালু

সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এরদোয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪

শেয়ার

সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এরদোয়ান

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশটির জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (১৪ ডিসেম্বর) তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এরজুরুমে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক স্থানীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, 'এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো আলেপ্পো, হোমস এবং দামেস্কের রাস্তায় সিরিয়ার জনগণের মুখে হাসি দেখা গেছে। ১৩ বছরের দীর্ঘ যুদ্ধের পর আমাদের সিরিয়ান ভাই-বোনেরা আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।'

উল্লেখ্য, ২০১১ সালের ১৫ মার্চ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর দমন-পীড়নের মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এক বছর পর, ২০১২ সালের ২৬ মার্চ, সিরিয়ার তুর্কি দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয় এবং দূতাবাসের কর্মীরা তুরস্কে ফিরে আসেন।

এরই মধ্যে, ১২ বছর বন্ধ থাকার পর শনিবার দামেস্কে তুরস্কের দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। দূতাবাস ভবনে তুর্কি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দূতাবাসের কার্যক্রম শুরু হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, দূতাবাসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বুরহান কোরোলুকে ভারপ্রাপ্ত চার্জ ডি'অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এর আগে মৌরিতানিয়ায় তুরস্কের রাষ্ট্রদূত ছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

novelonlite28
umchltd