ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ 

কিরিলভের মৃত্যু প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সঠিক ছিল: ক্রেমলিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১৯ ডিসেম্বর ২০২৪

শেয়ার

কিরিলভের মৃত্যু প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সঠিক ছিল: ক্রেমলিন

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। রাশিয়ান জেনারেল এবং তার সহযোগীকে হত্যাকে সন্ত্রাসী হামলা বলেছে ক্রেমলিন। 

ইউক্রেন হামলার দায় স্বীকার করার ২৪ ঘণ্টারও বেশি সময় পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি এখন স্পষ্ট যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ কে দিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মস্কো টাইমস।

রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈবিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর তার সহকারীসহ নিহত হন। 

পেসকভ সাংবাদিকদের বলেন, এটি আবারও নিশ্চিত হয়েছে যে কিয়েভ সরকার সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসে না।

রাশিয়ান তদন্তকারীরা জানিয়েছে, তারা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তাকারীরা বলছে, ওই ব্যক্তিকে ইউক্রেনের বিশেষ বাহিনী দ্বারা নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছে। 

পেসকভ তাদের দ্রুত এবং কার্যকর কাজের জন্য রাশিয়ার নিরাপত্তা পরিষেবা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেছেন।

পেসকভ বলেন, কিরিলভের মৃত্যু প্রমাণ হিসাবে মস্কো ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করার জন্য সঠিক ছিল।

এদিকে কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে চরম মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

নিহত রুশ জেনারেলের পরিবার ও বন্ধুদের প্রতি বুধবার এক শোকবার্তায় মেদভেদেভ এ হুঁশিয়ারি দেন।

ইগর কিরিলভ রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরোধ বাহিনীর প্রধান ছিলেন।

এ বিষয়ে মেদভেদেভ তার কার্যালয় থেকে বলেন, আমাদের জাতিকে ভয় দেখানো, রুশ আক্রমণ থামানো বা ভীতির সঞ্চার করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। পতনের দ্বারপ্রান্তে থাকা দেশটির (ইউক্রেনের) সামরিক ও রাজনৈতিক নেতৃত্বসহ, বান্দেরাইট নাৎসিদের জন্য শাস্তি অপেক্ষা করছে।

novelonlite28
umchltd