ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ 

গিলগিট বালতিস্তানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০১:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪

শেয়ার

গিলগিট বালতিস্তানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তানে বিদ্যুত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অঞ্চলটিতে এক  সপ্তাহ ধরে বিদ্যুত নেই। এ অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন স্থানীয় লোকজন।

স্থানীয় গণমাধ্যম মার্খর টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিদ্যুতের দাবিতে ওই বিক্ষোভে নারীরাও অংশ নেয়। তারা ‘গাজার হাইওয়ে’ অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

এ সময় স্থানীয় বিদ্যুত বিভাগের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, অঞ্চলটির বিদ্যুতের চাহিদার প্রতি সব সময় অবজ্ঞা করে আসছে স্থানীয় কর্মকর্তারা। বিদ্যুতের অভাবে প্রাত্যহিক জীবনের নানা কাজে ব্যাঘাত ঘটেছে। মার্খর টাইমসের খবর, আবাসিক ও বাণিজ্যিক উভয় কর্মকাণ্ডেই মারাত্মক বাজে প্রভাব পড়েছে।

পরিস্থিতি তুলে ধরে স্থানীয় এক ব্যক্তি জানান, ‘গিলগিটে গত ৫ দিনে বিদ্যুত আসেনি। আমাদের এখানে অনেক শিক্ষিত ও যোগ্য লোক বাস করে। কিন্তু বিদ্যুত বিভাগ কেবল বিশেষ লাইনে বিদ্যুত সরবরাহ করে, আর আমাদের অন্ধকারে রাখে। বিদ্যুত পাওয়া আমাদের অধিকার। এই অবহেলা অবশ্যই বন্ধ করতে হবে।’

চলমান বিদ্যুত সঙ্কট পুরো অঞ্চলে মারাত্মক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বল ব্যবস্থাপনা ও প্রশাসনের পছন্দমতো বিদ্যুত সরবরাহ এই সমস্যার জন্য দায়ী। বিক্ষোভে স্থানীয় নেতারাও অংশ নেন। তারাও দাবি করেন, কয়েক সপ্তাহ ধরে চলা এই বিদ্যুত সমস্যা দ্রুত সমাধান করতে হবে।

বিক্ষোভকারীরা জানান, সরকার ও স্থানীয় প্রশাসন এই সমস্যার সমাধান না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। তাদের আশঙ্কা, বিদ্যুত সমস্যার সমাধান না হলে প্রাত্যহিক জীবনে আরও দুর্ভোগ নেমে আসবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি খারাপ হয়ে অঞ্চলটিতে অস্থিরতা তৈরি করবে।

novelonlite28
umchltd