ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ 

করাচিতে শীতের মধ্যেই তীব্র গ্যাস সংকট

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ২৫ ডিসেম্বর ২০২৪

শেয়ার

করাচিতে শীতের মধ্যেই তীব্র গ্যাস সংকট

পাকিস্তানের শীতের মৌসুম শুরু হতেই করাচিতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বেশিরভাগ মানুষ ব্যয়বহুল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনতে বাধ্য হচ্ছেন। 

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ‘ডন’ -এর খবরে বলা হয়েছে, করাচিতে স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সকাল ৬টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলপিজি লোডশেডিং নির্ধারিত রয়েছে। বাকি সময় গ্যাস থাকলেও চাপ খুব কম থাকে।

করাচির বেশ কয়েকজন বাসিন্দা ডনকে বলেন, যখনই শীত আসে তখনই শহরটিতে অঘোষিত গ্যাস লোডশেডিং হয়। নগরীতে শীত মৌসুম শুরু হতেই গ্যাস সংকট তীব্র হয়েছে।

গ্যাস ইউটিলিটির সূত্র জানায়, শহর জুড়ে জরাজীর্ণ গ্যাস বিতরণ অবকাঠামো গ্যাস সংকটের প্রধান কারণ। বিতরণ নেটওয়ার্কে লিকেজের কারণে গ্যাসের চাপ কম থাকে।

novelonlite28
umchltd