পাকিস্তানের বেলুচিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
পুলিশের সহকারী সহকারী কমিশনার হামিদ কোরাই ডন ডটকমকে বলেছেন, তুরবাত এবং গোয়াদরের মধ্যে অবস্থিত একটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরব শেখদের একটি দল পাখি শিকার শেষে তাদের ক্যাম্পে ফিরছিল।
স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, আধাসামরিক বাহিনীর দুজন নিহত এবং চারজন আহত হলেও আরবরা নিরাপদে আছেন। হামলার ঘটনার তাদের তুর্বতে স্থানান্তরিত করা হয়েছে।"
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের আরেক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই আরবরা কাতারি রাজপরিবারের সদস্য। বিস্ফোরণের পরে তাদের ‘অতিরিক্ত নিরাপত্তা’ দেওয়া হয়। তবে তারা কাতারের কোন রাজপরিবারের সদস্য, তা প্রকাশ করেননি তিনি।
জানা গেছে, শিকারি দলে হাজারের বেশি সদস্য ছিল। কেন কাতারিদের টার্গেট করা হলো, তা জানা যায়নি। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
উপসাগরীয় অভিজাতদের মধ্যে শিকার উত্সাহীরা প্রতি শীতকালে বেলুচিস্তানে ভ্রমণে আসেন। তারা মূলত আসেন বিলুপ্তপ্রায় বাজপাখি শিকার করতে। ধনী আরবদের বাজপাখি শিকারের অনুমতি দেওয়ার জন্য প্রাণী অধিকার গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে পাকিস্তানের সমালোচনা করে আসছে। ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার’ বাজপাখিকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভূক্ত করেছে।
আরও পড়ুন: